ইঞ্জিন,
হেড-সেলেন্ডার, গ্যাস সিলিন্ডার, চেসিস, বডি, সিট ও হুড নতুনভাবে
প্রতিস্থাপন করে লাইফ টাইম ৬ বছর বাড়ানো হলে রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা
সাশ্রয় হবে। উল্লিখিত পার্সগুলো পরিবর্তন করলে গাড়িটি সমপূর্ণ নতুন হয়ে
যাবে। এগুলো নতুন সংযোজন করার জন্য আলাদা আলাদা পার্স ও ফিটিং করার ডেন্টিং
অ্যান্ড পেইন্টিং মিস্ত্রি আমাদের দেশে রয়েছে। এতে করে দেশীয় শ্রমিকরা ঐ
কাজগুলো সমপাদন করলে তাদের কর্মসংস্থান অব্যাহত থাকবে। সিএনজি অটোরিকশার
উল্লিখিত পার্সগুলো পরিবর্তনের মাধ্যমে এমআইএসটি, বুয়েট ও চুয়েটের প্রকৌশল
শাখার কারিগরি পরীক্ষা ও মতামত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করিয়ে নিতে হবে।
ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৬ হাজার গাড়ি রিপ্লেসমেন্টের মাধ্যমে নতুন গাড়ি
প্রদান করা হলে ১৩ হাজার কোটি টাকা খরচ হবে, যার বেশিভাগ টাকাই যে দেশ থেকে
গাড়ি ক্রয় করা হবে সে দেশে চলে যাবে। অন্যদিকে ইঞ্জিন, হেড সিলেন্ডার,
গ্যাস সিলিন্ডার, চেসিস, বডি, সিট ও হুড পরিবর্তন করলে খরচ হবে ৩৬০ কোটি
টাকা। লাইফ টাইম ৬ বছর বাড়ানোর মাধ্যমে মেয়াদ বৃদ্ধি করা হলে বড় অঙ্কের
বৈদেশিক মুদ্রার অবচয় রোধ হবে।
মো. মিজানুর রহমান
সিএনজি গাড়ির মালিক,
ট্যাকনিকেল মোড়, চট্টগ্রাম
0 Comments