প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য গুলো নিন্মরূপঃ
1. ইট শক্ত, টেকসই, দৃঢ়বদ্ধ গঠন, ফাটল মুক্ত ও ঝাঁঝরাহীন হবে।
2. ইটের রং গাঢ় লাল তাম্র বর্ণের হবে এবং রং এর সম্যত থাকবে।
3. আঘাতে ধাতব শব্দের সৃষ্টি হবে।
4. ইটের আকার সাম্য থাকবে এবং পৃষ্ঠাসমূহ সমান্তরাল কিন্তু অমসৃণ থাকবে।
5. স্বাভাবিক আচরে কোন দাগ পড়বে না।
6. 24 ঘন্টা ভিজিয়ে রাখলে উহার নিজিস্ব ওজনের 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না।
7. উৎকৃষ্ট ইটের তাপ পরিবাহিতা ন্যূনতম হবে। 8. ইট দ্রবীভূত লবণের পরিমাণ 2.5% এর বেশি হবে না।
9. পানিতে ভিজিয়ে রাখলে বা আর্দ্রতা পরিবর্তনে ইটের আয়তন পরিবর্তিত হবে না।
10. আদর্শ একটি দাও হো নয় এবং দহনে সহায়তা করে না এবং অতিরিক্ত লাইম থাকবে না।
0 Comments