সমাহার সফট চালু করলো ভয়েস মেসেজ ব্রডকাস্ট


সমাহার সফট চালু করলো ভয়েস মেসেজ ব্রডকাস্ট


আপনার প্রয়োজন বুঝেই এলো গ্রাহক বান্ধব ভয়েস মেসেজ ব্রডকাস্ট সলিউশনস
সমাহার সফটের নিরাপদ, বিশ্বস্ত ও শক্তিশালী ভয়েস মেসেজ ব্রডকাস্ট-এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট বেইজ গড়ে তুলুন!
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভয়েস মেসেজ ব্রডকাস্ট ভিত্তিক যোগাযোগ সুবিধা দিতে বাংলাদেশে এই প্রথম সমাহার সফট নিয়ে এলো ভয়েস মেসেজ ব্রডকাস্ট! এই সার্ভিসে যেকোন প্রতিষ্ঠান তার নিজস্ব অ্যাপ্লিকেশনের সাথে সমন্বয় করে কাঙ্ক্ষিত ব্যবসায়িক বলয়ে দ্রুতগতির ভয়েস মেসেজ ব্রডকাস্ট ব্যবস্থা চালু করতে পারবে। তাই দারুণ শক্তিশালী এই যোগাযোগ ব্যবস্থাটি আপনার সামগ্রিক ব্যবসায়িক সমৃদ্ধিকে নিশ্চিতভাবেই ত্বরান্বিত করবে।
সমাহার সফটের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিজনেস মার্কেটে নিজেক ’সামগ্রিক সমাধান দাতা’ হিসাবে প্রতিষ্ঠিত করা। আর এরই অংশ হিসাবে এলো ভয়েস মেসেজ ব্রডকাস্ট!


ভয়েস মেসেজ ব্রডকাস্ট সার্ভিস কি?:


এই সার্ভিসটি হল অটোমেটিক IVR সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের কল করবে এবং রেকর্ডকৃত ভয়েস ক্লিপ এর মাধ্যমে যেকোনো তথ্য জানিয়ে দেয়া হবে। এটি কর্পোরেট কাস্টমারদের সাহায্য করবে তাদের কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে যেতে। বিশেষ করে গ্রামাঞ্চলে নিরক্ষরতার বাধা দূরীকরণে এটি যোগাযোগের একটি সাশ্রয়ী উপায়।

সুবিধাসমূহ:


·         সাশ্রয়ী, উপযুক্ত এবং সুবিধাজনক
·         নিরক্ষরতার বাধা দূরীকরণ
·         খুব কম সময়েই বিপুল পরিমাণ গ্রাহকের কাছে পৌঁছে যাবে

এই সমাধান গুলো ব্যবহার হতে পারে:

·         ভয়েস অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হিসেবে
·         বিলিং এবং পেমেন্ট নোটিফিকেশন সার্ভিস হিসেবে
·         সম্ভাব্য কাস্টমারদের অফার করতে

ভয়েস মেসেজ ব্রডকাস্ট সার্ভিস এর ফিচারসমূহ:


ফিচারের নাম
বিস্তারিত               
ভয়েস ক্লিপস

কাস্টমাইজড ভয়েস ক্লিপস রেকর্ডিং (১০ মিনিট পর্যন্ত)

অটো ডায়ালার ফ্যাসিলিটি

তথ্য/প্রোমোশন সংক্রান্ত পূর্বে রেকর্ডকৃত ভয়েস মেসেজ গ্রাহকদের শোনানো হবে

অটোমেটিক রিট্রাই ফ্যাসিলিটি

এই সার্ভিসে প্রথমবার ভয়েস কলটি রিসিভ করতে না পারলে, পরবর্তীতে আরো দুইবার আপনাকে ট্রাই করা হবে

ফ্লেক্সিবল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট

কাস্টমারগণ নম্বর আপলোড করতে পারবেন এবং ওয়েব ইন্টারফেসে ক্যাম্পেইন টাইম সেট করতে পারবেন

কাস্টমাইজেবল রিপোর্টিং ফরম্যাট

কাস্টমারের প্রয়োজন অনুযায়ী রিপোর্টিং ফরম্যাট কাস্টমাইজ করা যেতে পারে

পণ্য বিবরণ ও ট্যারিফ:


বিজনেস সলিউশন গ্রাহকদের বিনামূল্যে ওয়েবের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসসহ VMB প্লাটফর্ম দেওয়া হবে। গ্রাহকদের নিজেদেরকেই ভয়েস রেকর্ড আপলোড করতে হবে, প্রাপকের মোবাইল নম্বর আপলোড করে এই প্ল্যাটফর্ম থেকে তা পাঠান। প্রতিটি বিলিং সাইকেল শেষে শেষ গ্রাহকদেরকে পাঠানো মোট VMB মিনিটের ভিত্তিতে বিল করা হবে। একটি স্ল্যাবভিত্তিক প্রাইস মডেল হতে হবে, যাতে বেস রেট বিলিং প্ল্যাটফর্মের অন্তর্ভূক্ত হবে এবং স্ল্যাবভিত্তিক রেটকে মোট মিনিট দ্বারা গুন করা হবে (বিলিং পদ্ধতির বেস রেট অনুযায়ী)। ফ্ল্যাট ট্যারিফ (অন-নেট এবং অফ-নেটের জন্য একই রকম) প্ল্যাটফর্মের অন্তর্ভূক্ত হবে।

মিনিট সংখ্যা

ফ্ল্যাট ট্যারিফ (টাকা/মিনিট)

০ থেকে ১০,০০০

১.৪০

১০,০০১ - ৩০,০০০

১.৩০

৩০,০০১- ৫০,০০০

১.২০

৫০,০০০- ১০০,০০০

১.১০

মাসিক ফি

১০০০ টাকা

*৫% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য





এই সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

মোবাইল: 01711113852 , 01910112983

ই-মেইল : info@samaharsoft.com ওয়েবসাইট : www.samaharsoft.com

ঢাকা অফিস: ১৪১/বি, প্যারাগন কমপ্লেক্স( ২য় তলা), সেক্টর-৮, উত্তরা, ঢাকা-১০০০

করপোরেট অফিস: সিকদার প্লাজা ( ১ম ও ২য় ফ্লোর) লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর- ১৭৩০

গাজীপুর অফিস:  ১০৮/এ, হাবিব উল্লাহ সরণী, জয়দেবপুর, গাজীপুর- ১৭০০।

Post a Comment

0 Comments