বিখ্যাত চাইনিজ ব্র্যান্ড শাওমির নতুন স্মার্টফোন এমআই ম্যাক্স ৩ ফাঁস হয়েছে। ফোনটি থ্রি-সি সার্টিফিকেশনের জন্য পাঠানো হলে তার তথ্য ফাঁস হয়ে যায়।
ফাঁস হওয়া তথ্য থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং ফোনটি দেখতে কেমন হবে তা জানা যায়। এর মডেল হলো এম১৮০৭ই৮এস।
এমআই ম্যাক্স ৩ তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর, এর মধ্যে থাকছে মোট ৮ টি কোর তা হলো ২টি কর্টেক্স এ৭৫ কোর এবং ৬টি কর্টেক্স এ৫৫ কোর। এতে ২.২ গিগাহার্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা অনেক ক্ষুদ্র মাত্র ১০ ন্যানোমিটার। এর ডিসপ্লে রেশিও ১৮ঃ৯।
ফোনটির র্যাম বা স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফোনটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে ক্যামেরা সম্পর্কে জানা যায়নি। তবে এটি এমআই ৬ এক্সের ক্যামেরা সিস্টেমে দেয়া হবে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে পেছনে।
ফোনটিতে থাকবে আইরিশ স্ক্যানার এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা।
এতে ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাবহার করা হতে পারে। থাকছে দ্রুত চার্জিং সুবিধা।
ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে।
এখন অপেক্ষা ফোনটি কবে নাগাদ বাজারে আসে। শাওমি প্রেমিদের চোখ এখানে থাকবে।
ফাঁস হওয়া তথ্য থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং ফোনটি দেখতে কেমন হবে তা জানা যায়। এর মডেল হলো এম১৮০৭ই৮এস।
এমআই ম্যাক্স ৩ তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর, এর মধ্যে থাকছে মোট ৮ টি কোর তা হলো ২টি কর্টেক্স এ৭৫ কোর এবং ৬টি কর্টেক্স এ৫৫ কোর। এতে ২.২ গিগাহার্জের প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা অনেক ক্ষুদ্র মাত্র ১০ ন্যানোমিটার। এর ডিসপ্লে রেশিও ১৮ঃ৯।
ফোনটির র্যাম বা স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফোনটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে ক্যামেরা সম্পর্কে জানা যায়নি। তবে এটি এমআই ৬ এক্সের ক্যামেরা সিস্টেমে দেয়া হবে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে পেছনে।
ফোনটিতে থাকবে আইরিশ স্ক্যানার এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা।
এতে ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাবহার করা হতে পারে। থাকছে দ্রুত চার্জিং সুবিধা।
ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে।
এখন অপেক্ষা ফোনটি কবে নাগাদ বাজারে আসে। শাওমি প্রেমিদের চোখ এখানে থাকবে।
0 Comments