১লা জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। কলেজের অসত্
শিক্ষকরা প্রকাশনা সংস্থার কাছ থেকে টাকা নিয়ে নিম্নমানের পাঠ্যবই পাঠ্য
করছে। প্রকাশনা সংস্থাগুলো প্রতিযোগিতা করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক,
অধ্যক্ষ অথবা কলেজের সকল শিক্ষককে টাকা দিয়ে কিনে ফেলতে। কোথাও কোথাও
এলাকাভিত্তিক শিক্ষক সমিতিকে টাকা দিয়ে বই পাঠ্য করছে। আদর্শহীন কিছু
শিক্ষক টাকা ছাড়া বই পাঠ্য করে না। যে প্রকাশনা সংস্থা বেশি টাকা দেয় এই
শিক্ষকরা সেই প্রকাশনার বই পাঠ্য করে। তারা বইয়ের গুণগতমান বিবেচনা করে না।
এতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব প্রকাশনা সংস্থা বইয়ের দাম খুব
বেশি রেখে সেই টাকা শিক্ষকদের দেয়। ছাত্র-ছাত্রীদের বেশি দাম দিয়ে বই কিনতে
হয়। দুর্নীতিবাজ প্রকাশনা সংস্থাগুলো যে আদর্শবান শিক্ষকদের কিনতে পারে না
সেখানে বইয়ের দোকানদারদের কিনে ফেলে। উল্লেখ্য, মাত্র তিনটি প্রকাশনা
সংস্থা ছাড়া অন্য সব প্রকাশনা সংস্থা টাকা দিয়ে বই পাঠ্য করে। পরিশেষে টাকা
দিয়ে বই পাঠ্য বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড এবং দুর্নীতি দমন সংস্থা কর্তৃপক্ষের দৃষ্টির আকর্ষণ
করছি।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ
সহকারী অধ্যাপক (কৃষি শিক্ষা)
শহীদ জিয়া মহিলা কলেজ
ভুঞাপুর, টাঙ্গাইল
0 Comments