কোথা থেকে এল ‘ok’?

একটি গবেষণায় জানা গেছে, দিনে একজন পুরুষ সাধারণত ২০০০ এবং একজন নারী ৫০০০ শব্দ ব্যবহার করে। তবে সারা দিনে সবচেয়ে বেশি বার আমরা যে শব্দটি ব্যবহার করি তা হল ‘ওকে’(ok)।  শুধু সামনাসামনি কথা বলার সময় নয়, ফোনে কথা বলার সময়, মেসেজে, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশি বার এই শব্দই ব্যবহার করে থাকি। গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ‘ওকে’(ok)। গত ২৩ মার্চ ছিল ‘ওকে’-র ১৭৭ বছরের জন্ম দিন।
আসুন জেনে নেই, এই শব্দের জন্ম  কোথা থেকে। ১৮৩৯ সালে দুই সংবাদ পত্র  বস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ- অল কারেক্ট। অর্থাত্, সব ঠিক আছে। এই শব্দই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। ধীরে ধীরে বানান দাঁড়ায় ok। ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দ।

Post a Comment

0 Comments