ফলোয়ার বেশি হলে পরিচয় নিশ্চিতে লাগবে অনুমোদন



প্রযুক্তি ডেস্ক : ফেইসবুক আরও কঠোর হচ্ছে ফেইক অ্যাকাউন্টের ব্যাপারে। অনেক বেশি সংখ্যক ফলোয়ার আছে এমন ব্যবহারকারীদের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নিয়ম করছে ফেইসবুক। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি এই পদক্ষেপ নিচ্ছে ভুয়া বা ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্ট চালানো প্লাটফর্মটিতে আরও বেশি কঠিন করে তুলতে। যুক্তরাষ্ট্রে যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদের জন্য নতুন একটি নিয়ম তৈরি করেছে ফেইসবুক। পরিচয় নিশ্চিতে তাদের অথরাইজড হতে হবে। অথরাইজড হতে তাদের এখন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তাদের কান্ট্রি লোকেশনও জানাতে হবে। এছাড়াও, প্রয়োজনে ফেইসবুক তাদের পরিচয় নিশ্চিত করতে আইডিতে থাকা ছবিও চাইতে পারে। অথেন্টিকেটেড হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে প্রোফাইলসহ ব্যবহারকারীর পরিচালিত সব পেইজেই তা কার্যকর হবে। চলতি মাস থেকেই এ প্রক্রিয়ায় আইডি যাচাই বাছাই করা শুরু করবে ফেইসবুক। এরপর কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামসহ ফেইসবুকের অন্যান্য প্লাটফর্মেও এ পদক্ষেপ আনা হবে। নভেম্বরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। তারই প্রস্তুতি হিসেবে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর খবরের প্রচারণা ঠেকাতে এ নিয়ম চালু করছে ফেইসবুক। গেল সপ্তাহেই ফেইসবুক ৩২টি পেইজ ও অ্যাকাউন্ট ডিলিট করেছে। ফেইসবুকের সিকিউরিটি ইউনিট জানিয়েছে, এরই মধ্যে তাদের প্লাটফর্মে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফেইসবুক জানিয়েছে, কোন দেশগুলো থেকে এ পেইজগুলো পরিচালনা করা হচ্ছে তা দেখাতে নতুন একটি সেকশন যোগ করা হচ্ছে। এরপর পেইজগুলোর ইনফো অ্যান্ড অ্যাড্রেস সেকশনে ব্যবহারকারীরা আরও তথ্য দেখতে পাবেন।

সূত্র : ইয়াহু নিউজ

Post a Comment

0 Comments