একুশ - মোঃ ইবাদুল হাসান(ইবু)














একুশ মানে দামাল ছেলের,
রক্ত ঝরা ইতিহাস।
পলাশ ফোটা লাশের সারি,
এইতো ফাগুন মাস।

একুশ মানে রক্ত পলাশ,
ফুল পাখিদের গান।
ফাগুন মাসের হাওয়ায় ভাসা,
শোকের কলতান।

একুশ মানে রুখে দাঁড়ায়,
প্রতিবাদের আগুন।
ছেলে হারা মায়ের কান্না,
রক্তে রাঙা ফাগুন।

একুশ মানে ফিরে পাওয়া,
মায়ের গল্প বুলি।
বাংলা ভাষার গল্প কথা,
শিল্পীর রং তুলি।

একুশ মানে ঝরে পড়া,
শত তাজা প্রাণ।
বিশ্বজুড়ে কোথায় আছে,
এমন আত্মদান?

Post a Comment

0 Comments