শেষ - মোঃ ইবাদুল হাসান(ইবু)



জল ছাড়া এই শূণ্য বুকে,
শুধুই ভাটির টান।
জোয়ার ছাড়া হ্রদয়টা তো,
দুঃখের কলতান।

এমনতর করলিরে তুই,
ভালবাসার ছল।
দৃষ্টিটা তো ঝাপসা হয়ে,
শুধুই ঝরে জল।

মনে পড়ে সেসব দিনের,
হাজার স্মৃতির মালা।
হেসে খেলে দু'জন মিলে,
শেষ হয়ে যায় বেলা।

তোর সাথে যে সুখ জড়ানো,
ভালবাসার ক্ষণ।
স্মৃতিগুলি শুধুই ভাসে,
ভাবছি সারাক্ষণ।

ভালবাসার সুখ সাগরে,
দিতে গিয়ে পাড়ি।
হয়না আর কূলে ভিড়া,
দিক হারিয়ে ঘুরি।

বুকের মাঝে নিরব ব্যথা,
সুর হয়ে যে বাজে।
এই দু'টি চোখ নিত্য কেন,
তোকেই শুধু খোঁজে?

এইতো জীবন একাই এখন,
যাচ্ছে চলে বেশ।
ভাবছি বসে পথ চলাতো,
কখন হবে শেষ!!

Post a Comment

0 Comments