চিহ্ন



পদচিহ্ন বলে দেয় কে গেছে সম্মুখে
মানুষ, শ্বাপদ।
ফুলের চিহ্ন তার সুখদ গন্ধ
চিবুকের কালো তিল প্রকৃতির বিলোল সুষমা
নদী তার চিহ্ন রেখে এঁকে দেয়ে ধু-ধু বালিচর
চিহ্নগুলো মানবীয় করে দেয় সকল প্রশ্নের।

এখন তেমন আর চিহ্নসূত্র নেই।
দ্বিচারিণী, নাকফুল, ধর্ষিতা অথবা সিঁদুর
এখন পৃথক কোনো দ্রষ্টব্য নয়।
ভিড়ের ভেতর আজ খুঁজে পাওয়া যায় না লক্ষ্য
এক সুরে হাসি-কান্না, সুখ-দুঃখ, নীতি ও দুর্নীতি
পার্থক্যবিহীন পোশাক, হাঁটাচলা অভিন্ন ব্যক্তিত্ব
এক মাপে গীত কিংবা অভিনীত সকল নাটক
রুচি ও অরুচির পাশবিক মিলিত চিৎকারে
চিহ্নরা কোথায় গেল কোন বনবাসে?
নিঃশ্বাসে-প্রশ্বাসে আজ বিভাজন করে দাও
মানুষ, শ্বাপদ।
 
কবি - মাহমুদ কামাল

Post a Comment

0 Comments