রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি, চাকরি খুঁজছি








সদ্য ডিপ্লোমা ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আপনার একটা চাকরি খুব প্রয়োজন। কোথায় কেমন কাজের সুযোগ আছে, জানতে চান। তাহলে জেনেনিন
পরামর্শ : আমাদের দেশে রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনার বিষয়ে ডিগ্রিধারীদের চাহিদা অনেক বেশি এখন। প্রয়োজনের তাগিদে এ চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।  দেশেই উৎপাদন  হচ্ছে রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার।আর এসব কোম্পানিতে উৎপাদন ব্যবস্থাপনা বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ রয়েছে। গ্রাহকদের বিক্রয়-পরবর্তী সেবার জন্য সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগেও নিয়োগ পান ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে আপনি ওয়ালটনেও চাকরির সুযোগ পেতে পারেন। বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন জব পোর্টালে  নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রাথমিক বাছাই শেষে নেওয়া হয় লিখিত, মৌখিক পরীক্ষা ও আইটি টেস্ট। লিখিত পরীক্ষায় প্রশ্ন করা হয় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং পদসংশ্লিষ্ট বিষয়ে। কিছু প্রশ্ন থাকে ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে। অনেক প্রার্থীর পুঁথিগত জ্ঞান থাকলেও ব্যবহারিক দক্ষতা কম থাকে। এটি অনেক গুরুত্বপূর্ণ। তবে ওয়ালটনে লিখিত পরীক্ষায় ভালো করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষতা না থাকলে নিয়োগ দেওয়া হয় ট্রেইনি হিসেবে। ট্রেইনিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তোলা হয়। ফ্রেশারদের জন্য চাকরি পাওয়ার এটি একটি দারুণ সুযোগ। ডিপ্লোমা ডিগ্রির পাশাপাশি নিজ উদ্যোগে প্রশিক্ষণ নিলেও অনেক প্রতিষ্ঠানে ভালো চাকরি পাওয়া যায়।

Post a Comment

0 Comments