পাবলিক বাসের নম্বর চাই

পত্রিকার পাতায় প্রতিনিয়তই পাওয়া যায় লোমহর্ষক খবর। নারীদের নানাভাবে হয়রানি এখন নিত্য ঘটনা। নারীরা নিরাপদ নয় কোথাও—রাস্তাঘাট, মার্কেট থেকে শুরু করে শিক্ষাঙ্গন, এমনকি নিজের বাড়িতেও। অনেক নারীই লোকলজ্জা বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কিছু প্রকাশ করে না। কিন্তু হয়রানি যত বাড়ছে, সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার ততটা হচ্ছে না। নারীরাও এখন সমাজ ও দেশের কল্যাণে অগ্রসর হয়েছে অনেক দূর। এ জন্য পুরুষের সঙ্গে তাল মিলিয়ে ছুটতে হয় তাদের। যানবাহনে ঝুঁকি নিয়ে চলতে হয় প্রতিদিন। এখন লোকাল বাসে নারী নিপীড়ন বাড়ছে। দূরপাল্লার বাসেও ঘটছে ধর্ষণসহ হয়রানিমূলক ঘটনা, যা নারীদের মনে ভীতি তৈরি করছে। সামাজিক অবক্ষয় এক দিনে থামিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু সরকারি ও সামাজিক উদ্যোগে কিছু পদক্ষেপ নিলে ভালো ফল পাওয়া যেতে পারে। সব পাবলিক বাসের ভেতর বাসের নম্বর লেখা থাকা দরকার। এতে অসদাচরণমূলক কিছু হলে ভিকটিমের সেবা পেতে সুবিধা হবে। নম্বর লেখা থাকলে কোনো নারী যৌন হয়রানির শিকার হলে তাত্ক্ষণিকভাবে পুলিশকে জানাতে পারবে এবং সেবা নিতে পারবে। পাবলিক বাসে নারীদের অনুকূল পরিবেশ তৈরিতে এ ধরনের ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।
মিতা কলমদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

Post a Comment

0 Comments