আইটি খাতে ৭ দক্ষতার বাজার তুঙ্গে




দ্রুত পরিবর্তিত হচ্ছে বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি তথা আইটি মানচিত্র৷ ক্রমাগত বাজারে আসছে নিত্যনতুন ডিভাইস৷ মানুষের জীবনে এখন এদের উপস্থিতি অনিবার্য৷ ফলে প্রযুক্তি পেশাজীবীদের চাকরির বাজার রমরমা পর্যায়ে রয়েছে৷ যুক্তরাষ্ট্রে হাউজিং ব্যবসায় ধস ও তেলের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় অর্থনৈতিক সঙ্কটময় পরিস্থিতি সত্ত্বেও চৌকস ও দক্ষ আইটি পেশাজীবীদের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে৷



যুক্তরাষ্ট্রের যে ৭টি খাতে দক্ষ আইটি কর্মীর চাহিদা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এ প্রতিবেদনে সে বিষয়টির ওপরই আলোকপাত করা হয়েছে৷ সেখানে একটি গবেষণা সংস্থা কারিগরি কর্মী সংগ্রাহক, সিআইও এবং অন্যান্য শিল্প পেশাজীবীর সাথে কথাবার্তা বলে ২০০৮ সালে সবচেয়ে আকর্ষণীয় ৭টি আইটি দক্ষতার কথা তুলে ধরেছে৷

একত্রীকরণ :

আটলান্টার রকেট আইটির স্বত্বাধিকারী ম্যাট হায়েট বলেছেন, এখন হচ্ছে সমন্বয়ের বা একত্রীকরণের যুগ৷ সস্তা ব্যান্ডউইডথ, ব্যয়বহুল বিদ্যুৎ এবং যথাযথ প্রযুক্তিকে একত্রে সজ্জিত করতে হবে৷ যারা বিভিন্ন অবস্থানে থেকে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করেন তারা এই সমন্বিত ব্যবস্থার সুবিধাটা ভালোভাবেই বুঝতে সক্ষম হন৷ একটি সিঙ্গেল ডাটা সেন্টার এই সমন্বয়ের কাজটি সুসংহত করে৷ এখন সব ধরনের প্রতিষ্ঠানই সিঙ্গেল সার্ভারের জাদু উপলব্ধি করতে সক্ষম৷ যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানই চায় একটি সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা৷ কেননা এর ফলে অর্থের সাশ্রয় ঘটে এবং সব কিছু সরলীকরণ হয়৷ আর তাই যেসব প্রযুক্তি কর্মী সমন্বিতকরণ বা পণ্য একত্রীকরণে দক্ষ এবং জটিল ব্যবস্থাকে সহজ করে তুলতে সক্ষম চলতি বছর পেশাজীবী হিসেবে তাদেরই থাকবে সবচেয়ে রমরমা বাজার৷

ওয়েব ২.০ ডেভেলপমেন্ট :

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের রবার্ট হফ টেকনোলজির নির্বাহী পরিচালক ক্যাথেরিন স্পেন্সার লি মনে করেন, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েব খাতে তাদের বিনিয়োগ ক্রমাগত বাড়িয়ে চলেছে তাই যাদের এজেএএক্স, পিএইচপি এবং মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্কে ব্যক্তিগত দক্ষতা রয়েছে চাকরির বাজারে চলতি বছর তাদের চাহিদা অনেক বেশি থাকবে৷

ডট নেটে দক্ষ প্রোগ্রামাররা অন্যান্য ক্ষেত্রের দক্ষ গ্রোমারদের চেয়ে অন্তত ১০ শতাংশ এগিয়ে থাকবেন৷ ওয়েব ডেভেলপার বা ডিজাইনার এবং সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ারের মতো পদে ডট নেট অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান৷ পোর্টফোলিওর জন্য অপর গুরুত্বপূর্ণ দক্ষতা হলো ফ্ল্যাশ৷ ফ্ল্যাশ প্রোগ্রামাররা গত ১০ বছরের মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে৷ এ কথা বলেছেন মাই স্পেস এবং ফক্স ইন্টারঅ্যাকটিভ মিডিয়ার সিনিয়র টেকনিক্যাল রিক্রুটার টেলের টাউনস৷ তিনি বলেন, ফ্ল্যাশ প্রোগ্রামারদের চাহিদা এখন খুবই বেশি৷ জিটেকের আর্কিটেক্ট আরনে ভাজোয়েজ বলেছেন, যাদের ওরাকল, ডিবি২ এবং এসকিউএল সার্ভারের ওপর ডিবি-এ দক্ষতার পাশাপাশি জাভা, সি# এবং সি++এ ও ওপি দক্ষতা রয়েছে তাদের এখন তো বটেই, ২০১৩ সাল পর্যন্ত চাকরির অভাব হবে না৷

ইউনিফাইড মেসেজিং :

প্রযুক্তির উত্কর্ষের কারণে চলতি বছর মেসেজ আদান-প্রদানের বহু পথ উন্মুক্ত হয়েছে৷ অফিস ভয়েসমেইল, ওয়্যারলেস ভয়েসমেইল, ই-মেইল, ইনস্ট্যান্ট মেসেজ এবং ফ্যাক্স কেউ কারো চেয়ে কম যায় না৷ কিছুদিন আগেও এসবের জন্য পৃথক ডিভাইস বা অ্যাপি­কেশন ব্যবহার করতে হতো৷ এখন আর সেদিন নেই৷ আধুনিক কর্মীরা চান যেকোনো ডিভাইস থেকেই মেসেজ আদান-প্রদানে নমনীয়তা এবং গতি৷ রকেট আইটির ম্যাট হায়েট মনে করেন, মেসেজ কনটেন্ট আদান-প্রদান সহজ করতে ডিভাইস নিউট্রাল সিস্টেমস তৈরি ও সাপোর্টদিতে সক্ষম আইটি বিশেষজ্ঞদের প্রচুর চাহিদা রয়েছে৷

সিকিউরিটি :

আইটি সিকিউরিটির বিষয়টি কমপিউটিংয়ের মতোই পুরনো৷ তবে এই সিকিউরিটির দক্ষতার ব্যাপারটি কখনোই পুরনো নয়৷ বর্তমানে দক্ষ সিকিউরিটি কর্মীর যে চাহিদা রয়েছে তা পূরণে যথেষ্ট জনবল পাওয়া যাচ্ছে না৷ অল স্ট্যাফিং ইনকর্পোরেটের মাইক গাভেটি একথা বলেছেন৷ তিনি তথ্য সুরক্ষার বিষয়টির ওপর জোর দেন৷ তার মতে, যথাযথ সুরক্ষা বা সিকিউরিটি না থাকায় বহু প্রতিষ্ঠান তার মূল্যবান তথ্য হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হ্যাকাররা নানাভাবে চুরি করছে তথ্য-উপাত্ত৷ তাই প্রতিষ্ঠানের অখণ্ডতা রক্ষার জন্য সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা আবশ্যক৷ আর এ কাজে যারা দক্ষ অর্থাৎ যেসব আইটি পেশাজীবীর এ ব্যাপারে জ্ঞান রয়েছে এবং তথ্য-উপাত্ত সুরক্ষার বিষয়টি ভালো বুঝেন তাদের জন্য চলতি বছর চাকরির বাজার ভালো থাকবে৷

সহযোগী প্রযুক্তি :

প্রায় সব নিয়োগকারীই মাইক্রোসফট শেয়ারপয়েন্ট সার্ভার ২০০৭ (এমওএসএস ২০০৭)-এ দক্ষতাকে সবচেয়ে উপরে স্থান দিয়েছেন৷ তারা বলছেন, এমওএসএস-এর নতুন ভার্সনে যারা দক্ষ তারা তো বটেই, যাদের এ ব্যাপারে কনসালট্যান্ট হিসেবে কাজ করার অন্তত ৬ মাসের অভিজ্ঞতা রয়েছে তাদেরও চাহিদা বাড়ছে৷ হিউস্টনের টিইকে সিস্টেমসের রিক্রুটার ক্যারল ডোরেথি একথা বলেছেন৷ আইটি প্রফেশনাল সার্চ রিক্রুটার জোসেফ ওহরারও এ ব্যাপারে একমত যে, এমওএসএস ২০০৭ দক্ষতা সত্যি তুঙ্গে অবস্থান করছে৷ তিনি মনে করেন, এমওএসএস-এর পুরনো সংস্করণে দক্ষদেরও যথেষ্ট চাহিদা রয়েছে৷ মনে রাখতে হবে সব কোম্পানিই চায় অত্যন্ত দক্ষ পেশাজীবী সংগ্রহ করতে৷

ব্যবসায় বুঝেন যারা :

অতীতের যেকোনো সময়ের চেয়ে প্রযুক্তি এখন অনেক বেশি জটিল৷ তাই কেবল কমপিউটার শব্দটি বলাই যথেষ্ট নয়৷ সফল আইটি পেশাজীবীকে অবশ্যই ব্যবসায় বাণিজ্যের সমস্যার বিষয়টিও বুঝতে হবে৷ এরপর দ্রুত এবং ব্যয় সাশ্রয়ীভাবে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে৷ জোসেফ ওহরার বলেন, কোম্পানিগুলো চায় তাদের কর্মীরা কারিগরি এবং কারিগরি নয় এমন উভয় বিষয় নিয়েই কথা বলতে সক্ষম হোক৷

বিষয়টি ব্যাখ্যা করে ডাইমেনশন ডাটার সার্ভিস ইমপ্রুভমেন্ট ম্যানেজার স্কট হুইটেন বলেছেন, বেশিরভাগ আইটি সংস্থায় সেইসব কর্মী যারা কারিগরিভাবে অসাধারণ কিন্তু সাধারণ মানুষকে বুঝাতে পারেন না৷ কিন্তু এরা যদি এটি করতে পারতেন তাহলে সফল হতেন৷ তাই যারা আইটি দক্ষতার পাশাপাশি ব্যবসাটাও ভালো বুঝেন তাদের বাজার ভালো৷

ট্রাবলশূটিং/টেকনিক্যাল সাপোর্ট : ট্রাবলশূটিং নতুন কিছু নয়৷ কিন্তু যারা এ কাজে দক্ষ তাদের সবসময় চাহিদা রয়েছে৷ ম্যাট হায়েট বলেছেন, প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই কর্মীরা বহুধরনের ডিভাইস ও অ্যাপি­কেশন ব্যবহার করছেন৷ অনেকের সার্ভিস দেয়াটা নির্ভর করছে এসব ডিভাইসের ওপর৷ এদের একটির সাথে অপরটির নির্ভরতা রয়েছে৷ তাই হঠাৎ কোনো একটি ডিভাইস যদি বিগড়ে যায় তাহলে মারাত্মক সমস্যা৷ এ কারনে যারা ট্রাবলশূটিংয়ে বা টেকনিক্যাল সাপোর্ট দেয়ার কাজে দক্ষ তাদের চাহিদা থাকবে সব সময়৷ ফলে আইটি পেশাজীবীদের এবং যারা এ খাতে নিজেকে নিয়োজিত করতে চান তাদেরকে এখনই লক্ষ্য স্থির করে ফেলতে হবে৷ সাফল্য পাওয়ার জন্য লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া জরুরি৷


লেখকের নাম: ওমর আল জাবির

লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মে
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইটি
 তথ্য সূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা

Post a Comment

0 Comments