যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরিবর্তন
করা যায় তাকে ডাইনামিক ওয়েব সাইট বলে। এই ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত
পরিবর্তনশীল হয়। যেমন- ক্রিকেট লাইভ স্কোর। এ ধরনের সাইট তৈরি করার জন্য
HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP, ASP, JSP, Javascript, ও
ডেটাবেজ এর জন্য MYSQL প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা
ইন্টারঅ্যাকটিভ ওয়েব পেইজ থাকে। রান টাইমের সময় পেইজের ডিজাইন বা
কনটেন্ট পরিবর্তন হতে পারে এবং ব্যবহারকারী যেকোনাে সময় ছবি সংযােজন,
বিয়ােজন ও তথ্য হালনাগাত করতে পারে। ফলে প্রতিষ্ঠানের চাহিদা মােতাবেক
সংযােজন ও সংশােধন করতে পারে। তাছাড়া সময়ের প্রয়োজন মাফিক এর চাহিদা অনেক
বেশি হওয়ায় এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা
ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা
- ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কনটেন্ট পরিবর্তন হতে পারে।
- তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায়।
- নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।
- ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।
- অনেক বেশি তথ্য বহুল হতে পারে।
- আকর্ষণীয় ও ইন্টারঅ্যাক্টিভ লে-আউট তৈরি করা যায়।
0 Comments