ডাইনামিক ওয়েবসাইট কি? আসুন জেনেনেই

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েব সাইট বলে। এই ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়। যেমন- ক্রিকেট লাইভ স্কোর। এ ধরনের সাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP, ASP, JSP, Javascript, ও ডেটাবেজ এর জন্য MYSQL প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাকটিভ ওয়েব পেইজ থাকে। রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে এবং ব্যবহারকারী যেকোনাে সময় ছবি সংযােজন, বিয়ােজন ও তথ্য হালনাগাত করতে পারে। ফলে প্রতিষ্ঠানের চাহিদা মােতাবেক সংযােজন ও সংশােধন করতে পারে। তাছাড়া সময়ের প্রয়োজন মাফিক এর চাহিদা অনেক বেশি হওয়ায় এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Image result for আইটি সম্পর্কিত আর্টিকেল



ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা

  • ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কনটেন্ট পরিবর্তন হতে পারে।
  • তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায়।
  • নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।
  • ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।
  • অনেক বেশি তথ্য বহুল হতে পারে।
  • আকর্ষণীয় ও ইন্টারঅ্যাক্টিভ লে-আউট তৈরি করা যায়।

Post a Comment

0 Comments