কোন কাজটি শিখলে বেশি উপার্যন করা যাবে কি ভাবে বুঝবেন?

একটি সহজ কথা মানুষ মুলত অন্যকে দেখে অনুপ্রানিত হয়। আইডিয়া জেনারেট করে। মানুষ যখন দেখে কেউ একজন ভাল করছে তখন মানুষ তাকে দেখে বিশ্বাস করে যে এমনটা হয়ত আমিও করতে পারবো। আমি ও চেষ্টা করতে পারি..
তুলনা মুলক ভাবে দেখা যায় যারা নতুন, তারা কিছুটা বেশি ভুল সিদ্ধান্ত নেয় অথবা সিদ্ধান্তহীনতায় ভুগে। এটা খুবই সাধারণ বিষয়।
আমি যদি অনলাইন ইন্ডাস্ট্রি দিয়ে একটু উদাহরণ দেই, অনেকেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, কিন্তু অনেকেই কনফিউজড থাকে, এবং এদিক সেদিক ছুটতে থাকে। একবার মনে হয় গ্রাফিক ডিজাইন শিখি, একবার মনে হয় ডিজিটাল মার্কেটিং, একবার মনে হয় এসইও শিখি, একবার মনে হয় ফেসবুক এড। একবার মনে হয় ড্রপ শিপিং করি, একবার মনে হয় এফিলিয়েট মার্কেটিং। এটা খুবই সাধারন চিন্তাচেতনা মানুষের।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে বুঝবো কোন কাজটি শেখা উচিৎ আমার। এর উত্তর হচ্ছে
১) যে কাজটি আপনার ভাল লাগে
২) যে কাজটির মার্কেটে ডিমান্ড আছে
৩) যে কাজটি ভবিষৎ আছে...
যে কাজটি আপনার ভাল লাগে সেটিতো সহজেই বুঝে যাবেন, কিন্তু মার্কেট ডিমান্ড কোনটার আছে, ভবিষৎ এটা কিভাবে বুঝবেন? কিভাবে ডিমান্ডিং স্কীল খুজে বের করা যায় এবং সে অনুযায়ি নিজেকে প্রস্তুত করা যায়।তারজন্য ইউটিউব এ সে বিষয়ে ভিডিও দেখুন... বিস্তারিত বোঝতে পারবেন..
কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।

Post a Comment

0 Comments