সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় তেল মজুদের অভিযোগে ও বেশি দামে বিক্রি করার দায়ে ধল্লা বাজারে আলতাফ স্টোরের মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা বাজারের শনিবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। অবৈধ ভাবে ঈদের আগে মজুদ করা বিভিন্ন ব্যান্ডের ১,২ ও ৫ লিটারের বোতলজাত তিন হাজার ৫০০ লিটার তেল গুদামে পাওয়া যায়। এছাড়াও ৫ লিটারের বোতলজাত তেল খুলে ড্রামে ভরে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায় প্রায় ৬ হাজার ৫০০ লিটার তেল। দুই লিটারের বোতলজাত তেল এর ৩৩৪ টাকা এমআরপি থাকা সত্বেও ৩৮০ টাকায় ক্রেতাদের কাছে বিক্রয় কালে হাতেনাতে ধরা হয়।
সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল আরও জানান, এ সকল অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকৃত তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান। বাংলাদেশে একটু দেরিতে হলেও এর ব্যবহার ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করছে। একথা অনস্বীকার্য যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবীই আজ অচল। গবেষণা থেকে শুরু করে, ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ ঘরে-বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে সকল ক্ষেত্রেই আজ প্রযুক্তির ছোঁয়া। আর গতিশীল জীবন মানেই সেখানে থাকছে প্রযুক্তির ছোঁয়া। তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় আমরা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেছি। আমরা অনেকেই বিশ্বগ্রাম কথাটির সঙ্গে পরিচিত। একটি গ্রামে যেমন সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, তেমনি তথ্য-প্রযুক্তি বিশ্বের সব মানুষকে সংযুক্ত করে রেখেছে। তারা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সার্বিক জীবনব্যবস্থায় নানামুখী প্রভাব ফেলছে। এর ইতিচাক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই রয়েছে।
ডিজিটাল দুনিয়ায় আপনার বিজনেসকে এগিয়ে নিতে ওয়েবসাইটের কোন বিকল্প নেই। একটি ওয়েবসাইট আপনার বিজনেস কে ব্রান্ডমডেল হিসাবে প্রতিষ্ঠিত করে এবং এটি একটি অন্যতম আস্থার জায়গা তৈরি করে আপনার কাস্টমারদের মধ্যে।
মানবকল্যাণে প্রযুক্তি নির্ভর সমাজ গড়ার লক্ষ্যে বাংলায় তথ্য প্রযুক্তি সম্পর্কে শেখার ও জানার জন্য " এম এস হাবিবুর রহমান " প্রযুক্তি বিষয়ক বইসহ বহু বই ও আর্টিক্যাল লিখেছেন ও আরো লেখা অব্যাহত রেখেছেন। যা বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ওয়েবসাইট, নিউজ পোর্টাল ও ব্লগে প্রকাশিত হয়েছে।
এছাড়া প্রিন্ট ও পিডিএফ আকারে বইসমূহ প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রকাশনা ও ওয়েবসাইটে প্রকাশিত বইসমূহ বিনামূল্যে ডাউনলোড করতে অথবা বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ব্লগে প্রকাশিত আর্টিক্যাল একই ওয়েবসাইটে পড়তে ভিজিট করুনঃ www.mindger.com
0 Comments