Static ওয়েবসাইট কি?


যে সকল ওয়েব সাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এ ধরনের ওয়েব পেইজ বা ওয়েব সাইট শুধুমাত্র HTML ভাষা দিয়ে তৈরি হয়। ফলে ব্যবহারকারী নির্দিষ্ট কনটেন্ট ব্যতিত অন্য কোনাে কিছু যেমন- ছবি, প্রােফাইল, অডিও এবং ভিডিও আপলােড করতে পারে না। কোনাে রকম ডেটাবেজের সংযোগ থাকে না।

Static Website রান টাইমে পরিবর্তিত হয় না কেন?
স্টাটিক ওয়েবসাইট রান টাইমে পরিবর্তিত হয় না, কারণ স্টাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়ে তৈরি হয় এর সাথে কোনাে প্রিন্টিং ভাষা যেমন— PHP , ASP এবং ডেটাবেজ ব্যবহৃত হয় না। যার ফলে স্টাটিক ওয়েবসাইট রান টাইমে পরিবর্তিত হয় না।

স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা
  • যেহেতু কনটেন্ট কোডিং করে দেওয়া হয় তাই কনটেন্ট আপলােড করতে প্রচুর সময় লাগে।
  • ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কনটেন্টগুলাে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।
  • মানসম্মত ওয়েবপেইজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ।
  • ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না।

Post a Comment

0 Comments